খুলনা | শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৫ পৌষ ১৪৩২

হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া ও কফিন মিছিল

খবর প্রতিবেদন |
১১:৪৫ পি.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জুলাই ঐক্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাকে দেশের সার্বভৌমত্ব রক্ষার একজন নিবেদিতপ্রাণ ও আপসহীন দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়েছে।

ওসমান বিন হাদীর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে এবং দোয়া কামনায় আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।

কর্মসূচির মধ্যে রয়েছে দেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিল। বিবৃতিতে বিপ্লবের চেতনা ধারণকারী সকলকে ধৈর্য ধারণ করার এবং নির্ধারিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ