খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

বিএনপি নেতা উজ্জলের মাতা আসমা বেগমের ইন্তেকাল, শোক

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


খানজাহান আলী থানা বিএনপি নেতা ও মহানগর যুবদলের সাবেক সহসভাপতি হাসিবুর রহমান উজ্জলের মাতা মোছাঃ আসমা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। বৃহস্পতিবার ভোর ৩টায় আড়ংঘাটা থানাধীন তেলিগাতী পাকার মাথা নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি তিন পুত্র  তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জোহরবাদ তেলিগাতী পাকার মাথায় মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
জানাজায় মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপি সাবেক নেতা বদরুল আলম খান, খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আবাস, যোগিপোল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ওয়ার্ড বিএনপি নেতা হেলাল শরীফ, রুমি শিকদার, এমদাদুল হক, আব্দুর রব মুন্সী,  ইউপি সদস্য গোলাম কিবরিয়া, জিএম এনামুল কবির, থানা শ্রমিকদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক ভিপি ও বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন, মোঃ মোয়াজ্জেম হোসেন বাবু, থানা যুবদল নেতা  আলামিন হাওলাদার, শাহাবুদ্দিন বুদ্ধি, নাজমুল হুদা পলাশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিএনপি নেতা হাসিবুর রহমান উজ্জলের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল­া সোহাগ হোসেন, যোগিপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন শেখসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ