খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

নগরীতে ইসলামী আন্দোলনের নিয়মিত মাসিক বৈঠক

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৬ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


সংসদ নির্বাচনে খুলনার সবগুলি আসনেই ইসলামী আন্দোলনের প্রস্তুতি রয়েছে তবে আসন সমঝোতার ভিত্তিতে যাকেই প্রার্থীকরা হবে তার পক্ষেই লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেলার সকল নেতাকর্মীকে ৮ দলের প্রার্থীকে বিজয়ের আহŸান জানান জেলা সভাপতি মাওলানা আব্দুল­াহ ইমরান। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ জেলা কার্যালয়ে জেলার নিয়মিত মাসিক বৈঠকে সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি, খুলনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবু সাঈদ, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক মাওলানা হারুন অর রশিদ, মাস্টার জাফর সাদেক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মোঃ আবু রায়হান মাওলানা মাহবুবুল আলম মুফতি আজিজুর রহমান সোহেল মুফতি এনামুল হাসা নসাঈদ, মোঃ নুরুল হুদা সাজু, রুপসা উপজেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ডুমুরিয়া উপজেলা সভাপতি মাওলানাওমর আলী, দিঘলিয়া উপজেলা সভাপতি মাওলানা আসাদুলল­াহহামিদী, বটিয়াঘাটা পূর্ব উপজেলা সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, পশ্চিম শাখা সভাপতি হাফেজ কারিমুল ইসলাম, পাইকগাছা সভাপতি মুফতি আব্দুর রহমান, দাকোপ উপজেলা সভাপতি শফিকুল ইসলাম, তেরোখাদা উপজেলা সভাপতি মুফতি ফয়জুল­াহ, আবু দাউদ ফুলতলা সেক্রেটারি মুফতি আব্দুল মালেক, মাওলানা অলিউর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, মোঃ ইসমাইল হোসেন, শাকিল আহমাদ রাসেল, হাফেজ মইনুদ্দিন, মোঃ রহমত আলী, রফিকুল ইসলাম এস্কেন্দার, মোঃ লিয়াকত আলী প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ