খুলনা | শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর মৃত্যুতে খুবি এনটিএ’র শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


জুলাই বিপ্লবের সম্মুখসারির অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদী ওপর ঘৃণিত হামলার তীব্র নিন্দা প্রকাশ ও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ)।
এসোসিয়েশনের সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড মোঃ নাজমুস সাদাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে সোচ্চার হাদীর এ আত্মত্যাগ ও তার শাহাদাত পরম করুণাময় আল­াহ কবুল করুন তাকে জান্নাতুল ফেরদৌস এর বাসিন্দা করুন। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, এদের পৃষ্ঠপোষকের বিরুদ্ধে ও আওয়ামী অপরাজনীতি নিষিদ্ধের পক্ষে হাদী ছিলেন একটি শক্তিশালী কণ্ঠ। ১৩তম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই হাদীর উপর হামলা বিশেষ গুরুত্ব বহন করে।
হাদী ও অন্যান্য জুলাই যোদ্ধাদের উপর হামলা প্রতিহত করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। এসব হামলার ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা আর না ঘটে। সর্বোপরি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) আশা করে দেশের সকল রাজনৈতিক দল এসময়ে আধিপত্যবাদীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।

্রিন্ট

আরও সংবদ