খুলনা | শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২

জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


দাকোপ উপজেলার, উপজেলা পরিষদ মাঠে গতকাল বৃহসপতিবার অনুষ্ঠিত হলো জেন্ডার ও জলবায়ু পবিবর্তন মেলা। মেলার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো জলবায়ু পবির্তনে নারীর ক্ষমতায়ণ। EmPower: Women for climate-Resilient Societies (Phase ll)  প্রজেক্টের আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) এই মেলার আয়োজন করে।
মেলায় প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। এছাড়াও দাকোপ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, এনজিও’র প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন। এর পরে বিসিসিপির প্রোগ্রাম ম্যানেজার মোঃ শাহাবুদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়, আলোচনা সভা স্বাগত বক্তৃতা করেন বিসিসিপির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহ্জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী,  সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। 
প্রসঙ্গত, মেলায় ১০টি বেসরকারি প্রতিষ্ঠান যারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন তারা তাদের প্রতিষ্ঠানের উপকরণ ও বিভিন্ন শিল্প সামগ্রীর স্টল দিয়ে মেলায় অংশ গ্রহণ করে। 
প্রধান অতিথি আলোচনা সভা শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন  এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এরপর একটি বর্ণাট্য র‌্যালির আয়োজন করা হয়, র‌্যালিটি দাকোপ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলার স্থানে ফিরে আসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ