খুলনা | শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২

নড়াইল-১ আসনে বিএনপি’র প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইল প্রতিনিধি |
০১:১৩ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে (কালিয়া উপজেলা ও নড়াইল সদরের একাংশ) বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম মনোনয়ন  ফরম  সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তার পক্ষে নড়াইল-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্রের ফরম সংগ্রহ করেন তার ভাই কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু।
এ সময় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর (পিপি) এড. এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল আইনজীবী সমিতির সভাপতি এড. তারিকুজ্জামান লিটু, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মনোনয়নপত্র  সংগ্রহের পর ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। তাকে মনোনয়ন দেয়ায় এলাকাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। 
দলীয় সূত্র জানায়, নড়াইল-১ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলমের মনোনয়নকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 
 

্রিন্ট

আরও সংবদ