খুলনা | শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২

ফুলতলায় ৫ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

ফুলতলা প্রতিনিধি |
০১:১৩ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


ফুলতলার দামোদর গ্রামের লাবনী আক্তার (১২) নামে এক প্রতিবন্ধী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মোঃ মিঠুর কন্যা ও শীতপাশা ডাঙ্গার সরকারি প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মায়ের উপর অভিমান করে বেলা সাড়ে ১১টায় নিজ ঘরের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার পর পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফুলতলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।       
 

্রিন্ট

আরও সংবদ