খুলনা | শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২

ডুমুরিয়ায় মাদারতলা বাজারে মতুয়া মহাসম্মেলন ও মহোৎসব

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:১৩ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


ডুমুরিয়ায় মাদারতলা মহানন্দ বাজারে ১০ম মতুয়া মহাসম্মেলন ও মহোৎসব-২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উষালগ্ন হতে মতুয়া দলের আগমন শুরু হয়। বিকেল না হতেই বাজার চত্বরে ভক্তবৃন্দের ব্যাপক ঢল নামে। সম্মেলনে খুলনা, যশোর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন  জেলা ও উপজেলা থেকে ৩৫টি দল অংশগ্রহণ করে।
শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া স¤প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহবায়ক নিত্যানন্দ মন্ডল। শুভ উদ্বোধন করেন মতুয়া মহাসংঘ ও ঠাকুর শ্রীধাম ওড়াকান্দির সভাপতি মহামতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর। প্রধান আলোচক শ্রীধাম ল²ীখালীর ধামকর্তা শ্রী সাগর সাধু, বিশেষ অতিথি পূজা উদ্যাপন ফ্রন্ট খুলনার সেক্রেটারি গোবিন্দ হালদার, পরিতোষ কুমার বালা, সমীর সাহা, সৌমেন্দ্রনাথ নাথ কুন্ডু টুটুল, ডাঃ সুদীপ্ত সুন্দর মন্ডল, বিপ্লব সরদার ও পঞ্চানন ঢালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপন মিস্ত্রি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি নেতা মোল­া মোশাররফ হোসেন মফিজ, এবাদুল হক রুবায়েদ, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, মতিয়ার রহমান বাচ্চু, অরুন গোলদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মৃনাল কান্তি বিশ্বাস ও মনোতোষ গোলদার। সার্বিক তত্ত¡াবধানে এড. নিউটন মন্ডল ও সুব্রত বিশ্বাস।

 

্রিন্ট

আরও সংবদ