খুলনা | শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২

পৃথক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য

সাতক্ষীরার সাবেক পিপি লতিফ ৪ ও ছেলে রাসেল ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:১৪ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরায় পৃথক দু’টি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পিপি এড. আব্দুল লতিফকে চার দিন ও তার ছেলে অমিনুল হাসান ওরফে রাসেলকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল এই আদেশ দেন। 
এর আগে দু’টি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল লতিফ ও তার ছেলে অমিনুল হাসান ওরফে রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পৃথকভাবে ৫দিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক নিশাত ও উপপরিদর্শক আল আমিন।
সদর থানার উপ-পরিদর্শক আল আমিন জানান অধিকতর তদন্তের স্বার্থে তার তদন্তাধীন একটি হত্যা মামলার (জিআর ৪০১/২৪(সাত) এজাহার নামীয় আসামী সাবেক পিপি আব্দুল লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। রিমান্ড শুনানির ধার্য্য দিনে বৃহস্পতিবার সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল শুনানী শেষে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 
অপর দিকে জিআর ৪১২/২৪ (সাত) হত্যা মামলরার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক নিশাত জানান তার তদন্তাধীন মামলার গ্রেফতার আসামি অমিনুল হাসান ওরফে রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিচারক শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দ্রুত থানায় নেওয়া হবে।
প্রসঙ্গত, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি, আওয়ামী লীগ নেতা এড. আব্দুল লতিফ স্বপরিবারে পালিয়ে খুলনায় চলে যান। তিনি খুলনার বয়রা এলাকায় মৎস্য ভবনের পাশের গুলিতে জনৈক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদের বাড়ির তিন তলার একটি ফ্লাটে ভাড়া থাকতেন। এ সময় আব্দুল লতিফ হত্যা ও নাশকতাসহ ৮টি মামলার ও তার ছেলে রাসেল হত্যাসহ তিনটি মামলার আসামি হন। সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার ৫তলা বাড়ি ফ্লাট আকারে উকিল কমিশন করে বিক্রিকালে শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১০টার দিকে খুলনার বয়রা এলাকার ওই বাসা থেকে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ  তাদেরকে আটক করে। 
সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি এড. কামরুজ্জামান ভুট্টো সাবেক পিপি, আওয়ামী লীগ নেতা এড. আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথকভাবে ৪ ও ৩ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন। 
 

্রিন্ট

আরও সংবদ