খুলনা | শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৫ পৌষ ১৪৩২

৪৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বাতিল, দেখুন তালিকা

খবর প্রতিবেদন |
০২:০৬ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। তারা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার  বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনান্তে ১০ জেলা থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ প্রত্যবেক্ষকদের প্রতিবেদন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যগণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন।
এতে আরও বলা হয়, প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরণ অনুযায়ী তাদের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ মোতাবেক তাদের পরীক্ষা বাতিলের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

113511129213120892139488903361102375322211323262323475316192
308332353154336692327474508865324881337045330597368508368357
368377368017902112368373368405367965190486367816367958367961
368444360986363298363185363150512686358718357992296355496421
311769348443187092সর্বমোট ৪৩ জন
্রিন্ট

আরও সংবদ