খুলনা | শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৫ পৌষ ১৪৩২

ইসলামপুর ও পূর্ব বানিয়াখামার মসজিদে মঞ্জু

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ সংকট মুক্ত হবে না

খবর বিজ্ঞপ্তি |
০২:৫৫ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। গত ৫৪ বছরে যখনই কোনো স্বৈরশাসক দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে তখনই কিন্তু বিদ্রোহ হয়েছে। প্রতিবার প্রতিবাদ করেছে। যেমনভাবে আন্দোলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জয় পাওয়া যায়, তেমনি সচেতন ভোটের মাধ্যমেও একটি গুণগত ও জনবান্ধব সরকার গঠন সম্ভব। একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বর্তমান সংকট থেকে বের হতে পারবে না।
বৃহস্পতিবার আসর বাদ ২৪নম্বর ওয়ার্ডে দোলখোলা ইসলামপুর জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দোয়া পরিচলানা করেন মোঃ সাজ্জাদউল্লাহ। পরে তিনি বাদ মাগরিব ২৭নম্বর ওয়ার্ডে জামেয়ামিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিম খানায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। দোয়া পরিচলানা করেন মাওলানা আজমল হোসেন।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শমসের আলী মিন্টু, হাসান মেহেদী রিজভী, এড. এমদাদুল হক হাসিব, মহিবুল্লাহ শামীম, রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, ওমর ফারুক, রিয়াজুর রহমান, এড. মফিজুর রহমান, মেশকাত আলী, মোস্তফা কামাল, জাকারিয়া লিটন, মোহাম্মাদ আলী, আবুল বাসার, মাসুদ খান বাদল, আবু সাঈদ, কামাল উদ্দিন, মোফাজ্জেল হোসেন, গাজী ওহিদুর রহমান টুকু, হুমায়ুন কবির, শামীম আশরাফ, এড. ওমর ফারুক, শরিফুল ইসলাম সাগর, মাসুদ রেজা, কামরুজ্জামান সিরাজ, গোলকি সাঈদ, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম, আল আমিন তালুকদার প্রিন্স, ওহিদুল ইসলাম, ঈশা শেখ, ইউনুচ শেখ, সিরাজুল ইসলাম সিরাজ, সিরাজুল ইসলাম বাবলু, মহিদুল ইসলাম টুকু, কামরুল ইসলাম, এড. তানজির নাহিদ, টিপু হাওলাদার, আব্দুল জলিল, আব্দুল করিম বাবু, শামীম রেজা, তৈয়েবুর রহমান তপু, আব্দুস সোবহান, সেলিম বড় মিয়া, সুমন হাওলাদার, মিনা মানিক, জিএম রাজু, জুয়েল রহমান, শফিউদ্দিন আহমেদ, সোহেল মোল্লা, মমিনুল আজম, হারুন মোল্লা, কওসার দাদো, মামুনুর রহমান রাসেল, মনিরুজ্জামান মনি, আরিফিন হোসেন, নুর আলম, দীপ জামান, মনির হাওলাদার, রাজু আহমেদ, তারেক আমিন, রাসেল মোল্লা, রাজু শান্তা ও ইনামুল কবির প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ