খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কয়রায় বিক্ষোভ

কয়রা প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যুদ্ধের অগ্রসেনানী ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে কয়রায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে মসজিদে আবু বকর সিদ্দিক (রাঃ) এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মধুর মোড় প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মাষ্টার আব্দুর রউফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহŸায়ক ইঞ্জিঃ গোলাম রব্বানী, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম, এনসিপির খুলনা জেলা সদস্য এড. আবু বক্কর সিদ্দিক, গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব এস কে গালিব, যুগ্ম-আহŸায়ক রাকিব বিল­াহ, সিনিয়র সদস্য সচিব মারুফ বিল­াহ, যুগ্ম সদস্য সচিব শাহ আলম, ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি বায়জিদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিল­াহ হোসেন ও সদস্য নাহিদ হোসেন। সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র নয় ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনের মুখপাত্র। অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। নতুবা এই হত্যাকান্ডের দায় নিয়ে সরকারের উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। এক হাদিকে হত্যা করে এই ভারত বিরোধী আন্দোলন বন্ধ করা যাবে না। লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে।
 

্রিন্ট

আরও সংবদ