খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

ঢাবি কেন্দ্রে খুবি’র ভর্তি পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ২০ ডিসেম্বর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী মোঃ তাহির উজ জামান আকাশ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের রোবটিক্স বিভাগের প্রবেশমুখে অসুস্থ হয়ে পড়েন আকাশ নামে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত তাহির উজ জামান আকাশের পিতা মোঃ ইসমাইল হোসেন এবং মাতা শামীমা আক্তার। তাঁদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার পশ্চিম ধানমন্ডিতে দাদার সঙ্গে বসবাস করতেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ‘বি’ ইউনিটের ভর্তি কমিটির সভাপতি ও জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

্রিন্ট

আরও সংবদ