খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

খুলনায় শুরু দুইদিনব্যাপী ‘প্লান্ট ফেস্টিভ্যাল’

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৪ এ.এম | ২০ ডিসেম্বর ২০২৫


নগরীর হাদিস পার্কে দুইদিনব্যাপী ‘প্লান্ট ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু হয়েছে। ছাদবাগানের মালিক ও বাগানপ্রেমীদের অংশগ্রহণে শুক্রবার পৌষের পড়ন্ত বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। ‘সবুজে হাসি সবুজে বাঁচি’ স্লোগানে আয়োজিত এই প্লান্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন খুলনার বিভিন্ন প্রান্তের বাগানপ্রেমী মানুষ। বিশেষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেছে ফেসবুকভিত্তিক জনপ্রিয় গ্র“পগুলো ডেজার্ট ফোর্ট, খুলনা প্লান্ট লাভার, প্লান্ট সেল ও জনক কৃষি। 
মেলায় উপস্থিত ছিলেন ‘সবুজে হাসি সবুজে বাঁচি’ সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের আহবায়ক ডাঃ আমিরুল খসরু, যুগ্ম-আহবায়ক ডাঃ আফরোজা খানম, যুগ্ম-আহবায়ক শামীমা সিদ্দিকী লাকি, এস কে নুরুল দোলন ইকরাম, সাব্বির আহমেদ মুন্না, আসমা বেগম, সদস্য সচিব রানা আকনসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, ছাদবাগান ও সবুজায়নের প্রতি মানুষকে আরও উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা বাড়াতেই এই আয়োজন। মেলায় বিভিন্ন প্রজাতির গাছ, বাগান পরিচর্যা বিষয়ক পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকছে। মেলা আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল পর্যন্ত চলবে।

্রিন্ট

আরও সংবদ