খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

নগরীর মিরেরডাঙ্গায় রকিবুল ইসলাম বকুল

শহীদ ওসমান হাদীকে গুলি মানেই গণতন্ত্রের বুকে গুলি

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ২০ ডিসেম্বর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, শহীদ ওসমান হাদীর ওপর গুলি চালানো মানে একজন ব্যক্তির ওপর নয়, সরাসরি গণতন্ত্রের বুকে গুলি করা। মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার ও জনগণের কণ্ঠরোধ করতে যারা অস্ত্রের পথ বেছে নেয়, তারা মূলত গণতন্ত্রকেই ভয় পায়। তিনি বলেন, এ ধরনের হামলা প্রমাণ করে দেশে এখনও ভোটাধিকার ও গণতন্ত্রের পথ কতটা ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ। যারা ভিন্নমত সহ্য করতে পারে না, তারাই সহিংসতার আশ্রয় নেয়Ñএটাই তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।
গতকাল শুক্রবার খানজাহান আলী থানাধীন মিরেরডাঙা ফুলবাড়ীগেট এলাকায় অবস্থিত প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বকুল বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী কোনো করুণা বা দয়ার বিষয় নয়; তারা সমাজের অবিচ্ছেদ্য ও সম্মানিত অংশ। তাদের মর্যাদা, অধিকার ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্বের পাশাপাশি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। একটি সভ্য রাষ্ট্র কখনোই তার দুর্বল নাগরিকদের পেছনে ফেলে এগোতে পারে না। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে প্রতিবন্ধী মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এখনই কার্যকর ও টেকসই উদ্যোগ নিতে হবে। সরকার ও সমাজ যদি এই জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে ব্যর্থ হয়, তবে উন্নয়নের দাবি অর্থহীন হয়ে পড়ে।
সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রকিবুল ইসলাম বকুল বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ননÑতিনি গণতন্ত্রের প্রতীক। দেশের এই সংকটময় সময়ে তাঁর সুস্থতা ও নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা তাঁর দ্রæত আরোগ্য কামনা করছি, যেন তিনি আবারও গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে দৃঢ় কণ্ঠে কথা বলতে পারেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জোরদার, দক্ষতা ও প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর বাড়ানোর জোর দাবি জানান। 
সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার সভাপতি মমরেজ আলী বিশ্বাস। বক্তৃতা করেন সহ-সভাপতি দুলাল হাওলাদার, সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক জাফর হাওলাদার, কোষাধ্যক্ষ মোশাররফ হাওলাদার ও মহিলা সম্পাদিকা জাহানারা বেগম। এছাড়াও বক্তৃতা করেন জাহাঙ্গীর আলম ও ইসমাইল খা প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ