খুলনা | রবিবার | ২১ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

সভাপতি ইমাদুল ও সাধারণ সম্পাদক সজল

শহিদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতি দ্বিবার্ষিক নির্বাচন

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৫


শিরোমণি শহিদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিরোমনি বাইপাসস্থ শেখ ব্রাদার্স ভবনে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনে মোট সাতটি পদে দু’টি প্যানেলে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে। নির্বাচনে ইমাদুল-সজল চ্যানেল সব কয়টি পদে জয়লাভ করেন। 
সভাপতি পদে মোঃ ইমাদুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে শেখ সজল নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে এস এম তোফাজ্জেল হোসেন (মোটরসাইকেল), সহ-সাধারণ সম্পাদক পদে গাজী ফারুক হোসেন (তালা), সাংগঠনিক সম্পাদক পদে শেখ তাজউদ্দিন, লাইন সম্পাদক পদে মোঃ ওবায়দুল­া শেখ (হাত), কোষাধ্যক্ষ পদে মোঃ আরাফাত হোসেন (গোলাপ ফুল) নির্বাচিত হয়েছেন। 
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ ইফতেখারুল আলম বাপ্পি বলেন, শিরোমনিশহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতি শিরোমনি তেঁতুলতলা, খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে শতভাগ ভোটার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে সকল প্রার্থীর উপস্থিতিতে চলে ভোট গণনা। 
ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের সভাপতি শেখ বদরুদ্দীন এবং সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহিদুল ইসলাম। 
এদিকে নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্রে আসেন খুলনা-৫ আসনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগার লবি।

্রিন্ট

আরও সংবদ