খুলনা | রবিবার | ২১ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

মণিরামপুরের দাসপাড়ায় ডাকাতি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৪ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৫


যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা দাসপাড়ায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা নির্মল দাসের বাড়িতে ঢুকে ডাকাতদল গৃহকর্তা ও তার স্ত্রীকে গুরুতর জখম করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে নির্মল দাসের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে প্রবেশ করে। এরপর ঘরে ঢুকেই তারা পরিবারের দুই শিশুকে জিম্মি করে এবং সকলকে অস্ত্রের মুখে রাখে। ডাকাতদের বাধা দিতে গেলে গৃহকর্তা নির্মল দাস ও তার স্ত্রী সুষমা রানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে ডাকাতরা। শিশুদের প্রাণের ভয় দেখিয়ে ডাকাতরা আলমারি ও ড্রয়ারের চাবি ছিনিয়ে নেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা ঘর থেকে প্রায় ৭-৮ ভরি স্বর্ণালঙ্কার এবং ধান বিক্রির নগদ ৪০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। আহতদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। আহত দম্পতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রোহিতা এলাকাবাসী জানান, ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী নির্মল দাস বলেন, সবকিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব। ওরা আমার বাচ্চাদের মেরে ফেলার ভয় দেখিয়ে সব নিয়ে গেছে।
মণিরামপুর থানার এস আই নজরুল ইসলাম জানান, অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে তদন্ত ও অভিযান চলছে। অপরাধীদের আটক করা হবে।

্রিন্ট

আরও সংবদ