খুলনা | রবিবার | ২১ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

ভাঙচুর-অগ্নিসংযোগে আড়াই কোটি টাকার ক্ষতি

ঝিনাইদহের বন্ড শোরুমে যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানা নেই

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:২৫ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৫


ঝিনাইদহ শহরে অবস্থিত ‘বন্ড ক্লথিং হাউস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানা নেই। তিনি ভবন মালিক হলেও বন্ড শোরুমের তিনি শেয়ার নন। শনিবার দুপুরে বন্ড ক্লথিং হাউসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ ব্যবসায় যুবলীগ নেতার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।
তিনি সংবাদ সম্মেলনে জানান পোশাক প্রস্তুতকারী ও বিপণন প্রতিষ্ঠান ‘বন্ড’ একটি দেশীয় পোশাক তৈরি ও বিপণন ব্র্যান্ড। দেশের বড় বড় শহরগুলোতে বন্ড তাদের আউটলেট পরিচালনা করছে। ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের ‘সাবদার বিশ্বাস মার্কেটের দু’টি ফ্লোর ভাড়া নিয়ে ‘বন্ড’ তাদের আউটলেট চালু করেছে। 
তিন বছর যাবত একই মার্কেটে (ভাড়াকৃত) ‘বন্ড ক্লথিং হাউস’ ব্যবসা পরিচালনা করে আসছে। ওই ভবনের একক মালিকানা নেই যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের। পৈতৃক সূত্রে ওই ভবনের মালিক চারজন। তাদের মধ্যে আশফাক মাহমুদ জন একজন। তবে তিনি ‘বন্ড ক্লথিং হাউস’ এর কোনো মালিক বা শেয়ার হোল্ডার না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিক্ষুব্ধ ছাত্র-জনতার আক্রোশের শিকার ওই ব্যবসা প্রতিষ্ঠানে যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানা বা ন্যূনতম কোনো শেয়ার নেই বলে দাবি করেন বন্ডের মালিক পক্ষ। সংবাদ সম্মেলনে দাবি করা হয় একটি মহল ‘বন্ড ক্লথিং হাউস’ এ যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানা রয়েছে, এমন গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা দোকান মালিক সমিতির সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, ‘বন্ড’ ক্লথিং হাউসের জিএম এএমএম মনিরুজ্জামান, বন্ডের চেয়ারম্যান রবিউল ইসলাম, ভবন মালিক সাংবাদিক জাহিদ হোসেন বিপ্লব, মালিক সমিতির নেতা রবিউল ইসলাম রবি ও শহিদুল ইসলাম মিঠু উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত শুক্রবার বেলা ৩টার দিকে শহরের এইচএসএস সড়কের ‘বন্ড ক্লথিং হাউস’ এ হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসময় প্রতিষ্ঠানটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিজের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।  

্রিন্ট

আরও সংবদ