খুলনা | রবিবার | ২১ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

উত্তেজিত জনতার ঘরবাড়ি, মোটরসাইকেল ভাঙচুর

শ্যামনগরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছুরিকাঘাতে নিহত ১, আটক ৯

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি |
০১:৪৯ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৫


চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার শ্যামনগরে ছুরিকাঘাতে মোঃ গোলাম হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল দশটার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাবাখালি গ্রামে এ হত্যকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীসহ নয় জনকে আটক করে। অভিযুক্তদের আটকের পর উত্তেজিত জনতা ঘরবাড়ি, মোটরসাইকেলসহ ব্যাপক ভাঙচুর চালায়।  নিহত গোলাম হোসেন জাবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের পুত্র। 
স্থানীয় সূত্রে প্রকাশ মোঃ গোলাম হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল প্রতিবেশী সাইফুল, ফারুক, সেলিম রেজাউলদের। চলাচলের  রাস্তা নিয়ে দীর্ঘদিন দু’পক্ষের মধ্যে বিরোধ নিয়ে গোলাম হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। স¤প্রতি ইউনিয়ন পরিষদে উভয় পক্ষের উপস্থিতির কথা থাকলেও সাইফুলরা কেউই হাজির হননি। আইন অমান্য করায় গোলাম হোসেন সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করেন। যার নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে রেজাউল গং। গতকাল গোলাম রহমান তার বাড়ির পার্শ্ববর্তী মুরগীর খামার এলাকায় গেলে সাইফুল, ফারুক, সেলিম, এমান আলী মোড়ল ও রেজাউল ইসলাম অতর্কিতভাবে হামলা করে। তারা গোলাম হোসেনকে বুকে ও পিঠে ছুরির আঘাতসহ লোহার রড, লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার হাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এদিকে খবর পেয়ে শ্যামনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলের পুরো বাড়িটি ঘিরে ফেলে। তারা ওই বাড়ি থেকে এমান আলি মোড়লের ছেলে সাবেক জলদস্যু সেলিম মোড়ল (৫০), সাইফুল (৩৮), ফারুক (৩০), বদর গাজীর ছেলে রেজাউল (৫৫), রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫), সাইফুলের স্ত্রী, সাইফুলের মা সফুরা, ফারুকের স্ত্রী জহুরাসহ ঘটনাস্থল থেকে নয় জনকে আটক করে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রড উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের আটকের পর উত্তেজিত জনতা ঘরবাড়ি মোটরসাইকেলসহ ব্যাপক ভাঙচুর চালায়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান বলেন গোলাম রহমান হত্যার সাথে জড়িত আসামিদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

্রিন্ট

আরও সংবদ