খুলনা | রবিবার | ২১ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

হরিজন ও খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়

সকল অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : ধানের শীষের প্রার্থী মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৫


একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ গোষ্ঠী গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে। শান্তিকামী ও গণতান্ত্রিক দেশবাসীর পক্ষ থেকে আমরা এই ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই। এত রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে ধ্বংস করতে দেওয়া যায় না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। 
তিনি শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে হরিজন কলোনী, ময়লাপোতা কলোনীর জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কলোনীর সভাপতি প্রদীপ বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি লাল মিয়া। সন্ধ্যা ৭টায় ৩১নম্বর ওয়ার্ডে সাধু ফ্রান্সিস কলোনী, খ্রিস্টানপাড়ায় রিপন শংকর এর সভাপতিত্বে এবং 
দিপ্তি হাওলাদার পরিচালনায় মতবিনিময় সভার প্রধান অতিথি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু খ্রিস্টান স¤প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সবাইকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
এরপর সেন্ট জেভিয়ার্স পাড়ায় বীরান বৈরাগী, সমদেব ও মাইকেল পান্ডের উপস্থিতিতে  প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোল্লাপাড়া বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদে দোয়া উপস্থিত ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ফজলুল কাদের। 
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, মোঃ শাহজাহান, ইউসুফ হারুন মজনু,  শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, আফসার উদ্দিন মাস্টার, রবিউল ইসলাম রবি, আনিসুর রহমান আরজু, মহিউদ্দিন টারজান, মেহেদী হাসান সোহাগ, আসলাম হোসেন, আমিন আহমেদ, খান শহিদুল ইসলাম, বাবু উজ্জ্বল কুমার সাহা, এড. ওমর আলী, মাসুদ খান বাদল, মিজানুজ্জামান তাজ, মোহাম্মদ আলী, নাহিদ মোড়ল, ইকবাল হোসেন, কামাল উদ্দিন, এড. ওমর ফারুক বনি, কামরুল আলম খোকন, শাহাবুদ্দিন আহমেদ, শামীম আশরাফ, মোল্লা আলী আহমেদ, শামীম খান, মোস্তফা জামান মিন্টু, মোল্লা আবু তালেব, নাসির উদ্দিন, মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন, আল আমিন তালুকদার প্রিন্স, মতিউর রহমান, হাসানুজ্জামান, শুকুর আলী, আব্দুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম সাগর, আলাউদ্দিন মিয়া, ফিরোজ আহমেদ, মুশফিকুর রহমান অভি, মাসুদ রুমী, শফিকুল ইসলাম, সোলাইমান হাওলাদার, ইমরান হোসেন, এড. নাহিদ, শামীম রেজা, কবির বিশ^াস, সুলতান হাওলাদার, জুয়েল রহমান, শফিউদ্দিন াাহমেদ, ইয়াকুব আলী, আজিজুর রহমান, এসএম জমশেদ, আজিজুল ইসলাম, মাসুম হোসেন, কবির ফরাজী, নজরুল ইসলাম নজু, শেখ সরোয়ার, মামুনুর রহমান রাসেল, হানিফ দাদো, নুর জামাল কাজী, ফারুক সরদার, লতিফ ওস্তাদ, ফজলুর রহমান, গিয়াসউদ্দিন টিপু প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ