খুলনা | রবিবার | ২১ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলার মাঠে ফেরার আহবান বকুলের

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৫


মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
শনিবার বিকেলে “যুব সমাজের উদ্যম, খেলাধুলার চেতনায় গড়া উন্নত আগামীর প্রত্যয়ে”এই স্লোগানকে সামনে রেখে মহেশ্বরপাশা ফিউশন কমিউনিটি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বকুল বলেন, আজ আমাদের যুবসমাজ মাদকের মরণ ছোবলে বিপর্যস্ত। এই ভয়াবহতা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে তাদের আবার খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলাই পারে শান্তি ও আনন্দ বয়ে আনতে এবং একটি সুশৃঙ্খল সমাজ উপহার দিতে। 
তিনি আরও বলেন, ক্রীড়া কেবল শরীরচর্চার মাধ্যম নয়, এটি জাতীয় উন্নয়নের এক বড় শক্তি। আমাদের তরুণ সমাজ যদি বেশি বেশি মাঠমুখী হয়, তাহলেই আমরা একটি সমৃদ্ধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব। খুলনাসহ সারাদেশকে মাদকমুক্ত করার আন্দোলনে খেলাধুলা একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। 
অনুষ্ঠানে টুর্নামেন্টের বিজয়ী দল ‘মর্নিং বয়েজ ক্লাব’ এবং রানার্সআপ ‘এসএফসি ক্লাব’-এর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বেশি সামাজিক ও ক্রীড়া উদ্যোগ গ্রহণের আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, বিশিষ্ট সমাজসেবক শেখ গাউস হোসেন, আশরাফ হোসেন ও কাওসার মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন এস এম জসিম। এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ