খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

দল থেকে পদত্যাগ করলেন কচুয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ২১ ডিসেম্বর ২০২৫


বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজরা ওবায়েদুর রেজা সেলিম দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার কচুয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষনা দেন। এসময় তার মেয়ে সাথী আক্তার, ভাই হাজরা আমিনুল ইসলাম ও নিকট আত্মীয় সাবেক ব্যাংক কর্মকর্তা শিকদার মোশাররফ হোসেন, ভাইয়ের ছেলে নিয়াজ হাজরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জনগণের আশা-আকাক্সক্ষা, উন্নয়ন, ন্যায় ও সততার সাথে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বর্তমান বাস্তবতায় আমার শারীরিক অসুস্থতা এবং সা¤প্রতিক সময়ে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী আচরণ, ভোটবিহীন নির্বাচন, গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ও মানুষের কণ্ঠরোধের নানা প্রচেষ্টার কারণে আমি আর এই দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাচ্ছি না। যে আদর্শ ও নীতিকে ধারণ করে রাজনীতিতে এসেছিলাম, বাস্তবে তার প্রতিফলন দেখতে না পেয়ে গভীরভাবে হতাশ হয়েছি।
আমি বিশ্বাস করিস গণতন্ত্র মানে মানুষের কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা সেই পরিবেশ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে এসব বিষয় উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই অনেক চিন্তা-ভাবনা, আত্মসমালোচনা এবং পরিবারের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি ও দলীয় কর্মকান্ড থেকে সরে দাঁড়াচ্ছি। ভবিষ্যতে কোনদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হব না। সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এলাকার মানুষেল পাশে থাকার অঙ্গিকার করেন এই নেতা।
 

্রিন্ট

আরও সংবদ