খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি’র অফিস উদ্বোধন

চুলকাঠি (বাগেরহাট)প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ২১ ডিসেম্বর ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন শাখার আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার পিলজংগ ইউনিয়নের কাঁঠালতলা মোড়ে এই অফিসের উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এই অফিসের উদ্বোধন করেন। ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বেল­াল হোসেনের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব এস এম খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট-এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মানফুজুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহেদী ও শুভদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমএ আওয়াল। বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মলি­ক সাজ্জাদ হোসেন নান্নু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, বিএনপি নেতা মোতালেব হোসেন, মহিউদ্দিন মইন ভূঁইয়া, কামাল হোসেন, জব্বার মলি­ক, মোস্তফা কামাল হারুন, উপজেলা কৃষক দলের সভাপতি শেখ ফিরোজ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মোদাচ্ছের মলি­ক, মৎস্যজীবি দলের সভাপতি খান শহীদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন বাদশা, যুবদল নেতা সরদার সাইফুল ইসলাম, তুহিন মলি­ক, রেজাউল করিম পাড়, দেলোয়ার হোসেন, ওর্য়াড বিএনপি নেতা মুকুল খা, রামপ্রসাদ শীল, মামুন সরদার, আলেপ, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, মাবুদ হোসেন ও মন্টু প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মানফুজুর রহমান।

্রিন্ট

আরও সংবদ