খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন

ডুমুরিয়ায় সাংবাদিক হত্যা ও প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৫ পি.এম | ২১ ডিসেম্বর ২০২৫


খুলনার ডুমুরিয়ায় সাংবাদিককে হত্যা এবং প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। রোববার বেলা ১১টায় শহরের নিউমার্কেট মোড়স্থ শহিদ স.ম আলাউদ্দীন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে শহিদ হাদির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক মমতাজ আহমেদ বাপি, আসাদুজ্জামান, এম. বেলাল হোসাইন, শেখ ফরিদ আহমেদ, রঘুনাথ খাঁ, বরুন ব্যানার্জি, এস এম জিন্নাহ, গাজী ফরহাদ, এস এম বিপ্লব হোসেন, জি এম সোহরাব হোসাইন, জামাল উদ্দিন, মোঃ হোসেন আলী প্রমুখ।
বক্তারা বলেন, গণমাধ্যমের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ কখনোই ভালো কিছু হতে পারে না। জুলাই আন্দোলনে প্রথম আলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। পতিত সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল। অথচ একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে এধরনের হামলা ও অগ্নিসংযোগ করে যাচ্ছে। সাংবাদিকদের হত্যার মত জঘন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ সরকার অপরাধীদের গ্রেফতার না করে শুধু বিবৃতি দিয়েই দায় সারছেন। এটি হতে পারে না। ২৪ এর অভ্যুত্থান এ জন্য হয়নি। অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর সুষ্ঠু এবং নিরাপদ বাংলাদেশের জন্য। যেখানে সকলেই স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবেন। নিরাপত্তা পাবেন।
বক্তারা আরও বলেন, শরিফ ওসমান হাদি নিজেও অগ্নি সংযোগ ও ভাঙচুরের পক্ষে ছিলেন না। তিনি তার অগ্নি ঝরা বক্তব্য দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন। তার জানাজায় লাখো মানুষের উপস্থিতিই প্রমাণ করে সন্ত্রাস, লুটপাট এবং অগ্নি সংযোগ করে কখনো ভালোবাসা পাওয়া যাবে না। অথচ বিপ্লবী হাদির মৃত্যুর খবর শুনেই একটি উগ্রবাদী গোষ্ঠী প্রথম আলো এবং ডেইলি স্টারের মত গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।
হাসিনা যেমন গণমাধ্যমে কণ্ঠরোধ করতে চেয়েছিল একটি গোষ্ঠি দেশকে অশান্ত করতে একই প্রচেষ্টায় লিপ্ত রয়েছে উলে­খ করে বক্তারা অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারপ্তার পূর্বক শাস্তি এবং খুলনায় ডুমুরিয়া শালুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হককে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। 

্রিন্ট

আরও সংবদ