খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

২৬ ডিসেম্বর থেকে কুয়েটে শীতকালীন অবকাশ শুরু

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ২২ ডিসেম্বর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২৬ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৭দিন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
শীতকালীন অবকাশ চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা হতে দুপুর  দেড়টা পর্যন্ত চালু থাকবে। বিজ্ঞপ্তিতে অবকাশ চলাকালীন সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের ছুটি ভোগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কর্মস্থল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জরুরী বিভাগের (বিদ্যুৎ, পানি সরবরাহ, চিকিৎসা, ইন্টারনেট সেবা, নিরাপত্তা শাখা, যানবাহন শাখা, জরুরী মেরামত) কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দায়িত্ব পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, অবকাশকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী দায়িত্ব পালন করলে বিধি অনুযায়ী তাদের অর্জিত ছুটি প্রদানের বিষয়টিও বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ