খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

দেশজুড়ে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার আশঙ্কা

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ২২ ডিসেম্বর ২০২৫


দেশজুড়ে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের বেশিরভাগ জেলার আকাশ মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র। রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।
অপর দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। 
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের পোস্টে বলা হয়, রোববার সন্ধ্যার পর থেকে আগামী সোমবার সকাল ৮টার মধ্যে দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ঘন কুয়াশা অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। এ সময় দৃশ্যমানতা কমে যেতে পারে, যা সড়ক, নৌ ও আকাশপথে চলাচলে বিঘœ ঘটাতে পারে।
বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় সোমবার সকাল ১০টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জেলায় দুপুর ২টা পর্যন্ত কুয়াশা বিরাজ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। অনেক জেলায় সোমবার সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী ঘনত্বের কুয়াশা পড়তে পারে। ময়মনসিংহ বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ল²ীপুর ও ফেনী জেলাতেও হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিলেট ও বরিশাল বিভাগের সব জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির কারণে বিশেষ করে যানবাহন চালক ও শীতজনিত রোগে আক্রান্তদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

্রিন্ট

আরও সংবদ