খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

বন বিভাগের পৃথক অভিযান

সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৯ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৪৭ এ.এম | ২২ ডিসেম্বর ২০২৫


বন বিভাগের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মান্দারবাড়িয়া ও হলদিবুনিয়া এলাকা থেকে একটি ট্রলার ও একটি নৌকাসহ ৯ জেলেকে আটক করেছে। সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এসময় মাছ  ও কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। রোববার আটক জেলেদের  বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
সুন্দরবনের মান্দারবাড়িয়া থেকে আটক ৬ জেলে হলো মোংলা উপজেলার পেড়িখালী গ্রামের হেদায়েত গোলদারের ছেলে তরিকুল গোলদার (৪০), খালেক শেখের ছেলে রেজাউল শেখ (৪০), উলুবুনিয়া গ্রামের রজব আলী শেখের ছেলে রনি শেখ (২২), মজনু শেখের ছেলে সোহাগ শেখ (২২), শানবান্দা গ্রামের পিয়ার শেখের ছেলে খলিল শেখ (১৮) ও উত্তরবিদ্যা বায়ন গ্রামের মৃত ননীগোপাল অধিকারীর ছেলে বিশ্বনাথ অধিকারী (৪২)।
অপর দিকে হলদেবুনিয়া থেকে আটক ৩ জেলে হলো কয়রার মঠবাড়ি গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে হারুন গাজী (৪৮), কয়রা গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে আব্দুর রফিক ফারুক (৪০) ও শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের সুজউদ্দীন গাজীর ছেলে আবু হাসান গাজী (২৭)।
সংশ্লিষ্ট সূত্র জানায়  বন বিভাগের পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের মান্দার বাড়িয়া ও হলদিবুনিয়া এলাকার অভয়ারণ্যে ঢুকে এসব জেলেরা অবৈধভাবে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সেখানে পৃথক অভিযান চালানো হয়। এ সময় ওই দু’টি স্থান থেকে নয় জেলে ও একটি ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। 
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবন রক্ষায় এমন অভিযান চলমান থাকবে এবং বনাঞ্চলে অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
 

্রিন্ট

আরও সংবদ