খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণবিজ্ঞপ্তি

তথ্য বিবরণী |
১২:৪৭ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্র“য়ারি পৃথক ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ ২৯ ডিসেম্বর। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি  পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৬। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং ভোট গ্রহণের তারিখ ১২ ফেব্র“য়ারি। 
আ স ম জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, নির্বাচনী এলাকা ৯৯ খুলনা-১, নির্বাচনী এলাকা ১০০ খুলনা-২, নির্বাচনী এলাকা ১০২ খুলনা-৪, নির্বাচনী এলাকা ১০৩ খুলনা-৫ ও নির্বাচনী এলাকা ১০৪ খুলনা-৬ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ