খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে নগরীতে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৮ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


ধর্মীয় উপাসনালয়ে হামলা কথিত ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার ও আদিবাসীদের উপর হামলাসহ সংখ্যালঘুদের উপর সংঘটিত সহিংসতার প্রতিবাদে গতকাল সোমবার নগরীর পিকচার প্যালেস মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে পূজা উদ্যাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় মানববন্ধন প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন খুলনা-২ আসনে ধানের শীর্ষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, বিশ্বজিৎ দে মিঠু, গ্যাব্রিয়েল বিশ্বাস, অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজী মহারাজ, অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, ইন্দ্রজিৎ মজুমদার, কমল কৃষ্ণ পাল, ডাঃ শেখর চন্দ্র পাল, পরিমল কুমার মন্ডল, অলোক কুমার দে, পাপ্পু সরকার, অভিজিৎ সরকার ও রাহুল। 
এ সময় আরও উপস্থিত ছিলেন সুখময় বিশ্বাস, সমর কুন্ডু, বাবলু দোবে, দেব নারায়ণ দাস, মহাদেব সাহা, রতন কুমার নাথ, উজ্জল ব্যনার্জী, সঞ্জীব দাস, প্রশান্ত দাস, বিপুল পোদ্দার, নিলয় মুখার্জী, নিখিল রঞ্জন মুখার্জী, বিপ্লব রায়, বিশ্বজিৎ দে সরকার, সাগর সাহা, নিতাই বিশ্বাস, বিপ্লব মিত্র, রামচন্দ্র  পোদ্দার, ডা: পরিতোষ রায়, শিধু চক্রবর্তী, সুকুমার সাহা, সাংবাদিক সুনীল দাস, ড. সুদেব কুমার মন্ডল, রঞ্জন রায়, আশিষ কবিরাজ, বাবলু বিশ্বাস, বিমল সাহা, তরুন রায় শিবু, উদয়নাথ মুন্সি, বীরেন্দ্রনাথ দত্ত, সঞ্জীব সাহা কালু, গোপাল ঘোষ, ননী দাস, সত্যরঞ্জন কুন্ডু, দেবদাস মন্ডল, বলরাম ঘোষ, সুকদেব ঘোষ, এড. বিধান চন্দ্র ঘোষ, এড. প্রহ্লাদ ঘোষ, স্বপন চক্রবতী, শরৎ কুমার মুদ্রা, মেধস ব্যানার্জী, উত্তম গুপ্তা, নিরঞ্জন অধিকারী, দিলীপ বর্মন, পুলোকেশ সাহা, খোকন দাশ, অশোক সেন, সুশান্ত ব্যানাজী, মৃনাল কান্তি বিশ্বাস, সুব্রত মন্ডল শুভ, শক্তিপদ শর্মা, দীপঙ্কর সাহা বাবু, তপন চক্রবর্তী, ডা. উদয় বরন মন্ডল, ননীবিশ্বাস, দীনেশ রায়, রতন দাস, আনন্দ কুমার স্বর, মিন্টু আঢ্য, পলক পোদ্দার, অলোক সাহা, তুষার সরকার, আশোক কুমার দাস, গোপাল চন্দ্র সাহা, অশোক সাহা, রাজকুমার হেলা, ননী গোপাল সরকার, তুলসী রঞ্জন সাহা, ইন্দ্রজিৎ রায়, অšুÍ ঘোষ, অশোক শীল, মদন দাস, সঞ্জীব বনিক, কমলেষ সাহা, নীলকান্ত দত্ত, দীপঙ্কর সাধু, দীপক দত্ত, ইন্দ্রজিৎ মজুমদার, লব মল্লিক, সত্যজিৎ বৈরাগী, সৌমেন সাধু, বাবু শীল, রবিন দাস, দুলাল সরকার, দেবব্রত হালদার দেবু, সৌরভ মন্ডল, শুভ মন্ডল, পূজা সরকার, স্বপন কুমার রায়, মিঠুন রায়, চিরজিৎ রায়, জ্যোতি প্রকাশ, অরিন্দম বৈদ্য, সুজন রায়, দীপন ঘোষ, মিঠুন রায়, বিকাশ সাহা, প্রকাশ বর্মন ও দিপঙ্কর তালুকদার।

্রিন্ট

আরও সংবদ