খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

মোংলায় অটোবাইকে ধাক্কা লেগে ২৮৪ বস্তা সরকারি চাল বোঝাই গাড়ি পুকুরে, আহত ৩

মোংলা প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


মোংলায় অটোবাইকের সাথে সংঘর্ষে সরকারি চাল বোঝাই গাড়ি খাদে পরে তিন জন আহত হয়েছে। সোমবার বিকেলে মোংলা-মোরেলগঞ্জ সড়কের মৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। (ভালনারেবল উইমেন বেনিফিট) এর আওতায় গরিব ও অসহায়দের মাঝে বিতরণের জন্য ৪৬৮ বস্তা চাল নিয়ে সুন্দরবন ইউনিয়নে যাচ্ছিল আলমসাধু নামের কয়েকটি গাড়ি। আহত ৩ জনের মধ্যে মিলন নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সরকারি খাদ্য অধিদপ্তরের গরিব ও অসহায়দের জন্য (ভালনারেবল উইমেন বেনিফিট) এর আওতায় ৪৬৮ বস্তা চাল মোংলা খাদ্যগুদাম থেকে সুন্দরবন ইউনিয়নে নেয়ার জন্য আলমসাধু নামের কয়েকটি গাড়ি ভাড়া করে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। দুপুরের দিকে একটি গাড়িতে করে ১৮৪ বস্তা চাল পরিষদে পৌঁছে দেয়ার পর অন্য একটি গাড়িতে ২৮৪ বস্তা চাল বোঝাই করে চালকরা। বিকেলে সেই চাল নিয়ে মোংলা-মোরেলগঞ্জ সড়কের মৌখালী ব্রিজে উঠার সময় সামনে একটি অটোবাইক দেখতে পেয়ে গাড়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ড্রাইভার। এ সময় চাল বোঝাই গাড়িটি পিছনের দিকে চলে আসলে অন্য একটি অটোবাইকের সাথে সংঘর্ষ হয়। মুহুর্তের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি চালসহ উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ সময় আটো চালক মিলন হাওলাদার, আলমসাধুর চালক সাগর ও লুৎফর আহত হয়। প্রথমে তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এ ৩ জনের মধ্যে মিলন হাওলাদারের (৩০) অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।সুন্দরবন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মৃধা রেজাউল করিম বলেন, গাড়ি দুর্ঘটনায় ২৮৪ বস্তা সরকারি চালের মধ্যে থেকে মাত্র ৫০ বস্তা চাল উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি চাল কাদা-পানিতে পড়ে নষ্ট হয়েছে-যা খাবার অনুপযোগী। এ ব্যাপারে খাদ্য বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসন ঘটনার বিবরণ দিয়ে আবেদন করতে বলেছে বলে জানান প্যানেল চেয়ারম্যান। 
মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেখানে পরিদর্শন করা হয়েছে এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

্রিন্ট

আরও সংবদ