খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

ডুমুরিয়ায় মোবাইল ফোন দেখতে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৫৯ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


ডুমুরিয়ায় মোবাইল ফোন দেখতে না দেয়ায় মায়ের উপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে মিম খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মিম  উপজেলার বিলপাটেলা এলাকার ইলিয়াস সিকদারের মেয়ে। 
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে রঘুনাথপুর ইউনিয়নের বিল পাটেলা এলাকার ইলিয়াস শিকদারের সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যা মিম খাতুনের মোবাইল ফোন দেখা নিয়ে তার মা বকাবকি করে। তারই জের ধরে দুপুরের দিকে মায়ের উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকে। এরপর পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ