খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

১৯ ‘অবৈধ অভিবাসী’কে বাংলাদেশে ঠেলে পাঠাল আসাম পুলিশ ও বিএসএফ

খবর প্রতিবেদন |
০২:০৫ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


যৌথ অভিযানে আসাম পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৯ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পাঠিয়েছে। এই ব্যক্তিদের আসামের নগাঁও ও কার্বি আংলং জেলা থেকে আটক করা হয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ পদক্ষেপকে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য একটি ‘পূর্ণাঙ্গ ডুমসডে মুহূর্ত’ বা চূড়ান্ত পরিণতির সময় বলে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, তারা ‘ভারত থেকে উধাও হয়ে গেছে, আবার তাদের নরককূপে ফিরে গেছে।’ তিনি আরও লিখেছেন, ‘বার্তা একেবারে স্পষ্ট-আসামে অবৈধভাবে থাকবেন? শেষটা নিশ্চিত।’
এই অভিযানে যুক্ত কর্মকর্তারা জানান, আসামের জনসংখ্যাগত ভারসাম্য ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা অবৈধ বসতি উচ্ছেদের বৃহত্তর অভিযানের অংশ হিসেবেই এই প্রত্যাবাসন কার্যক্রম চালানো হয়েছে। তাদের মতে, এই দ্রুত ও কঠোর পদক্ষেপ আসামকে আশ্রয়স্থল হিসেবে ভাবছেন-এমন সবার জন্য একটি সতর্কবার্তা। কর্মকর্তারা আরও বলেন, এই অভিযান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আসামের পরিচয় ও স্বাতন্ত্র্য রক্ষার চলমান উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরকারের ‘কোনো রকম ছাড় নয়’ নীতিকেই আরও জোরালোভাবে তুলে ধরে।

্রিন্ট

আরও সংবদ