খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

সংবাদ পরিবেশন করে বিভিন্ন হামলা বা মামলা শিকার হচ্ছেন সাংবাদিক সমাজ : বকুল

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০২:১৭ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


মহান বিজয়ের মাস উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের উপস্থিতিতে খানজাহান আলী থানা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া সোমবার দুপুর ১টায় খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের পিছনে গফ্ফার মোড়লের মৎস্য খামারে অনুষ্ঠিত হয়। 
প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সোহাগ হোসেন, মোড়ল আব্দুল গফ্ফার, জিয়া পরিষদের নগর সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল আলম মুন্সী, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, সম্পাদক ডাঃ রইচ উদ্দিন।  
প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল তার বক্তব্য বলেন, সাংবাদিকরা দেশ ও জাতি কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিভিন্ন হামলা বা মামলা শিকার হচ্ছেন। 
তিনি আরো বলেন, সংবাদ পরিবেশন করতে যেয়ে কোন সাংবাদিক হামলা মামলার শিকার হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায়, তারেক রহমানের সুস্থভাবে দেশে ফেরার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেডিএ আবাসিক জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মোঃ ইমদাদ হোসেন।

্রিন্ট

আরও সংবদ