খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

রিকশার চাকায় ওড়না জড়িয়ে আহত খুবি শিক্ষার্থী ৩৮ দিনের মাথা চলে গেলেন না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক |
০২:১৯ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


সড়ক দুর্ঘটনায় আহত খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী মারজান রহমান ৩৮ দিনের মাথা চলে গেলেন না ফেরার দেশে। সোমবার হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
তিনি মোঃ মজিবুর রহমান জমাদ্দারের মেয়ে।
এর আগে গত ২৬ অক্টোবর তার মায়ের সাথে ডাক্তার দেখাতে যাওয়ার সময় রিকশায় ওড়না পেচিয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তার কয়েকজন সহপাঠী তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করায়। ১২ নভেম্বর পর্যন্ত সেখানে চিকিৎসারত ছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হলে বাসায় আনা হয়। ২ ডিসেম্বর আবার অসুস্থ হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু ঘটে। 
তার এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান ড. আব্দুল্লাহ আবুসাইদ খান বলেন, মারজান আমাদের অনেক প্রিয় ছাত্রী ছিলো। আমরা তার এমন অকাল মৃত্যুর সংবাদে অনেক ব্যাথিত হয়েছি। আমরা তার আত্মার রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
একই ভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ