খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

আনন্দ মিছিল পূর্ব সমাবেশে এড. মনা

তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ নিরাপদ ও সমৃদ্ধ হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, গণতন্ত্রে অটল বিশ্বাস এবং জনগণের প্রতি দায়বদ্ধতা দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর ভ‚মিকা রাখবে।
গতকাল সোমবার বিকেল ৪টায় নগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলের পূর্বসমাবেশে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। 
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন ক্ষুণœ হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই বাস্তবতায় একটি শক্তিশালী, দূরদর্শী ও গণতান্ত্রিক নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে। তারেক রহমান সেই নেতৃত্ব দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখেন।
নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপি একটি সুস্পষ্ট রূপরেখা নিয়ে কাজ করছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এই সংস্কার বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।
বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের জন্য নতুন আশার সঞ্চার করবে। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং বিএনপি সেই সংগ্রামে রাজপথে রয়েছে ও থাকবে।
সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, যুবদলের শেখ আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, মহিলা দলের সৈয়দা নার্গিস আলী, এড. হালিমা আক্তার খানম, হাসনা হেনা, সুলতানা পারভিন রজনী, ময়না, পারভীন, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, ইস্তিয়াক আহম্মেদ, মুন্তাসির আল মামুন, তাঁতী দলের আবু সাঈদ শেখ, ওলামা দলের মাওলানা মোঃ আবু নাঈম কাজী, শ্রমিক দলের মো. মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, মিডিয়া সেলের মিজানুর রহমান মিলটন, ছাত্রদলের সৈয়দ ইমরান হোসেন. খান সাইফুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন, মতলেবুর রহমান মিতুল, মোল্লা সোহাগ হোসেন,  ছাত্রদলের শাকিল আহমেদ, মাসুম বিল্লাহ, সাব্বির হোসেন, আব্দুস সালাম, রাকিব হাসান, এস এম আলমগীর হোসেন, ইফতেখার হোসেন বাবু, শেখ মনিরুজ্জামান মনির, মাসুদউল হক হারুন, মোল্লা মশিউর রহমান, মোস্তফা কামাল, মোঃ শফিকুল ইসলাম, গাজী আফসার উদ্দিন, এস এম নুরুল আলম দিপু, আজিজুর রহমান, শেখ হাবিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, মোঃ মাহমুদ আলম মোড়ল, লিটন খান, মোঃ সাইফুল আলম, এড. কাজী সামীম, সৈয়দ হাসান উল্লাহ, মোঃ জাহাঙ্গীর শেখ, মোঃ জাহিদুল হোসেন, সাহিনুল ইসলাম পাখি, হায়দার আলী তরফদার, কাজী মোঃ ইকরাম মিন্টু, মোঃ বেলায়েত হোসেন, মোঃ হুমায়ূন কবির, লিয়াকাত হোসেন লাভলু, মোঃ খবির উদ্দীন, মোঃ জয়নাল আবেদিন, ইকবাল হোসেন মিজান, শেখ আলমগীর হোসেন, শেখ আব্দুস সালাম, মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বায়েজিদ,মঞ্জুরুল আলম, জুয়েল খান, মোঃ নাজমুস সাকিব, মোঃ সওগাতুল আলম ছগীর, মোঃ আমিন আহমেদ, মোঃ শওকত আলী বিশ্বাস লাবু, সাইফুল ইসলাম, মোঃ ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল ওয়ারা, মোঃ কামরুজ্জামান রুনু, মোঃ আরিফুল ইসলাম বিপ্লব, এ এম  মাসুম বিল্লাহ, মোঃ আবুল কালাম, শেখ নুরুল ইসলাম, গাজী সালাউদ্দিন, মোঃ আরমান শেখ, খন্দকার ইকবাল কবীর, শেখ আনসার আলী, মোঃ রাসেলুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, মীর শওকত হোসেন হিট্টু, মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা, জাহাঙ্গীর কবির, শেখ মোঃ মফিজুর রহমান,  জামির হোসেন দিপু, মোঃ মুরাদ হোসেন, মোঃ মফিজুল সরদার, সৈয়দ আজাদ হোসেন, শেখ মেহেদী হাসান, বাবুল রানা, মোঃ সোহরাব মোল্লা, মোঃ ইয়াছিন মোল্লা, আব্দুল কাদের মল্লিক, শেখ মনিরুল ইসলাম, মোঃ বক্কর মীর, মোঃ আলী আফজাল, ডাঃ শাহিন আহসান, মোঃ আসমত আলী, জাহাঙ্গীর কবির, মোঃ হালিম শেখ, মোঃ বাচ্চু শেখ, মোঃ সহিদুজ্জামান জুয়েল, মিজানুর রহমান, আছাদুজ্জামান মনির, শেখ মোঃ কবির হোসেন টিটো, মোঃ মুরাদ হোসেন, মাঃ সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আকসির হোসেন, মোঃ রইচ উদ্দীন, মোঃ মামুন শেখ  (মেম্বর) ও শেখ আনোয়ার হোসেন প্রমূখ। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ নির্বাচনের দাবি এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়।

্রিন্ট

আরও সংবদ