খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

নগরীর বিভিন্ন স্থানে মতবিনিময় সভায় মঞ্জু

দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে ষড়যন্ত্রকারীরা নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস হতে দেব না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জাতীয় নির্বাচন আদায় করেছি, তারই ধারাবাহিকতাতে আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হবার আহŸান জানাচ্ছি।
গতকাল সোমবার বেলা ১১টায় সদর থানার মোড়ে বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ, প্রিমিয়ার ব্যাংক, বেসিক ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরে তিনি পিকচার প্যালেস মোড়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তৃতা করেন। দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষির্কীর অনুষ্ঠানে অংশ নিয়ে কেক কাটেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বাদ আছর ১৮নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে নবপল্লী কমিনিউটি সেন্টারে বিএনপি নেতা শওকত হোসেনের সভাপতিত্বে এবং এমরান হোসেনের পরিচলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির আয়োজনে এড. আব্দুল মালেক-এর সভাপতিত্বে এবং ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া করেন মুজিবর রহমান খন্দকার। অনুষ্ঠানে সাবেক যুগ্ম-সচিব কামরুল হক নাসিব, ইঞ্জি: এনায়েত হোসেন, রাশেদুল ইসলাম, আব্দুর রহমান ও নাঈম মল্লিক উপস্থিত ছিলেন। 
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান সবুজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, এইচএম আসলাম, মাহবুব হোসেন, বাচ্চু মীর, মোস্তফা কামাল, মেশকাত আলী, তরিকুল ইসলাম সোহান, খায়রুল ইসলাম লাল, মিজানুজ্জামান তাজ, নাহিদ মোড়ল, খান শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, মনিরুল ইসলাম মাসুম, সাইফুল ইসলাম মল্লিক, মোহাম্মদ আলী, হেদায়েত হোসেন হেদু, শামীম খান, খান মঈনুল ইসলাম মিঠু, মহিদুল ইসলাম লিটন, মিজানুর রহমান মিজান, শরিফুল ইসলাম সাগর, গোলাম নবী ডালু, ফিরোজ আহমেদ, মাওলানা মুজিবর রহমান, শফিকুল ইসলাম নিপুন, মহিদুল হক টুকু, শাকিল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আল আমিন তালুকদার প্রিন্স, খান রাজিব, হুমায়ুন কবির, মাহমুদ হাসান মুন্না, আলমগীর ব্যাপরী, মুশফিকুর রহমান অভি, জাকারিয়া লিটন, শাখাওয়াত হোসেন, আতিকুর রহমান লিটন, মোস্তফা জামান মিন্টু, সোহরাব হোসেন, সেলিম বড় মিয়া, পারভেজ মোড়ল, নাদির উদ্দিন, সমির কুমার সাহা, হাবিব খান, সালাউদ্দিন, জামাল মোড়ল, মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান বাবু, ইব্রাহিম হাওলাদার, মাসুদ রেজা, ঈসা শেখ, আনোয়ার সরদার, সৈয়দ আব্দুল্লাহ, সাইমুন হোসেন রকি, শামীম রেজা, রাকিব ফেরদৌস, মারুফুর রহমান, পারভেজ মোড়ল, শফিকুল ইসলাম, শাহনেওয়াজ, মামুনুর রহমান রাসেল, রুহুল আমিন রাসেল, পারভেজ আহমেদ, জুয়েল রহমান, নুর ইসলাম, হারুন হেলাল, শফিউদ্দিন আহমেদ, হারুন মোল্লা, আশিকুর রহমান সেলিম, আসমা বেগম, রেশমা বেগম, শাহানা পারভীন, সাইফুল রহমান রানা, জীবন মীর, মোল্লা জাকির হোসেন, শামিম হাওলাদার, আল আমিন ও শেখ কবির হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ