খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৯ পৌষ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় আহত মেসির বোন, স্থগিত বিয়ের অনুষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক |
০৫:১৫ পি.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার কারণে আগামী মাসে নির্ধারিত বিয়ের অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।

আর্জেন্টিনা ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, মায়ামিতে গাড়ি দুর্ঘটনার শিকার হন মারিয়া সোল। এতে তার মেরুদণ্ডসহ শরীরের একাধিক স্থানে আঘাত লাগে।

চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানিয়েছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিতো জানান, লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনি তার সঙ্গে কথা বলে মারিয়া সোলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় মারিয়া সোলের মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তার গোড়ালি ও কবজির হাড়েও ফাটল ধরা পড়েছে।

দুর্ঘটনার সময় মারিয়া সোল অজ্ঞান হয়ে একটি দেয়ালে আঘাত পান বলে জানা গেছে। এতে তার শরীরে দগ্ধ হওয়ার কিছু চিহ্নও তৈরি হয়েছে, যেগুলোর চিকিৎসা বেশ জটিল। বর্তমানে তিনি আর্জেন্টিনার রোজারিও শহরে পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন।

আগামী ৩ জানুয়ারি রোজারিওতেই মারিয়া সোলের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

তার বর ইন্টার মায়ামির অনূর্ধ্ব ১৯ দলের কোচিং স্টাফের সদস্য হুলিয়ান তুলি আরেয়ানো। ওই অনুষ্ঠানে মেসি পরিবারের সদস্যদের পাশাপাশি লিওনেল মেসির উপস্থিত থাকার কথা ছিল। তবে চিকিৎসকদের পরামর্শে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেশাগত জীবনে মারিয়া সোল মেসি একজন ডিজাইনার ও উদ্যোক্তা। তার নিজস্ব ব্যবসা রয়েছে এবং বিভিন্ন সময় ভাই লিওনেল মেসির ব্যক্তিগত ও পেশাগত উদ্যোগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত তিনি গণমাধ্যমের আড়ালেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

দুর্ঘটনার পর মেসি পরিবারের পক্ষ থেকে ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে মারিয়া সোলের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ