খুলনা | বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | ৯ পৌষ ১৪৩২

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং কর্মকর্তাদের পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক। তিনি এসোসিয়েশনের বিগত বছরের সাফল্যসমূহ তুলে ধরেন এবং কর্মকর্তাদের অধিকার আদায়ে সংগঠনের বলিষ্ঠ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মোঃ হারুন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ