খুলনা | বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | ৯ পৌষ ১৪৩২

কুয়েটে কর্মচারীদের চাকুরিবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ১৩তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য “চাকুরির বিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক। প্রশিক্ষণ কর্মশালায় দু’টি কারিগরী অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন ০১ রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, অধিবেশন ০২ রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন পরিচালক, আইকিউএসি, প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের গ্রেড-১১ থেকে ১৩তম কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
 

্রিন্ট

আরও সংবদ