খুলনা | বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | ৯ পৌষ ১৪৩২

কেকেবিএইউতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল­া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান তাঁকে ফুলের শুভেচ্ছা জানান।
উপাচার্য প্রফেসর ইয়াইয়া চবি’র একটি স্মারক কেকেবিএইউ উপাচার্যকে উপহার দেন। কেকেবিএইউ’র উপাচার্য নতুন এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং একাডেমিক অগ্রযাত্রায় সহযোগিতা প্রত্যাশা করেন। চবির উপাচার্য তাঁর যোগদানের পর ঐ বিশ্ববিদ্যালয়ে গৃহীত নতুন নতুন পদক্ষেপ ও চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। কেকেবিএইউ অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে তিনি আশা করেন এবং এ ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের কোনো সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদানের আশ্বাস দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এডজাঙ্ক্ট ফ্যাকাল্টি প্রফেসর ড. গাজী আব্দুল­াহ হেল বাকী এবং রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ