খুলনা | বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | ৯ পৌষ ১৪৩২

আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর হোন

|
১২:৩১ এ.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা তত বৃদ্ধি পাচ্ছে। আর এ ক্ষেত্রে নির্বাচন বানচালের অপচেষ্টাকারীরা প্রধানত টার্গেট করছে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে। তাই নির্বাচনের পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত রোববার রাজধানীর নির্বাচন ভবনে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আয়োজিত সভায় ইসি এই নির্দেশনা দেয়।
সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল­াহ বলেন, ‘শহিদ শরিফ ওসমান হাদির শোককে আমরা শক্তিতে পরিণত করব। নির্বাচনী উৎসব আবার ফিরে আসবে।’ তিনি বলেন, ‘মেসেজ ক্লিয়ার, কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হব না।এ বিষয়ে আইন-শৃখলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে, তার প্রতিদান তারা পাবে।’
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড ছাড়াও স¤প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, দেশের প্রধানতম দু’টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচী অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ময়মনসিংহে মব সৃষ্টি করে দীপু দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। ল²ীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় তাঁর এক শিশুসন্তানের মৃত্যু হয়েছে এবং আরো দুই সন্তানসহ তিনি অগ্নিদগ্ধ হয়েছেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের দিনগুলো খুব ভালো নয়। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে। রোববার বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের শহিদ টিটু মিলনায়তনে জুলাই শহিদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে রোববার এক মতবিনিময়সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের দুর্বলতার কারণেই মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে। এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘দেশে একটা রাজনৈতিক শূন্যতা চলছে। এটা বিএনপি’র জন্যও বিপজ্জনক। তারেক রহমান যদি আরো কিছুদিন আগে আসতেন, তাহলে হয়তো বিএনপি’র আরো সুযোগ তৈরি হতে পারতো।’ ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, বাংলাদেশ এই মুহূর্তে একটা ডেভাস্টেটিং জায়গায় আছে। ৫৩ বছরে কোনো মিডিয়া অফিসে আগুন জ্বালানো হয়নি। প্রথমবারের মতো প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো হলো। কেন? নির্বাচন ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনে প্রধান চ্যালেঞ্জ আইন-শৃঙ্খলা। নির্বাচন কমিশনকে এ ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। আমরা আশাবাদী, দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। দেশের মানুষ সবচেয়ে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যক্ষ করবে।

্রিন্ট

আরও সংবদ