খুলনা | বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | ৯ পৌষ ১৪৩২

মাগুরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

মাগুরা প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের পাতুড়ীয়ার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্যালোইঞ্জিন চালিত লাটা উল্টে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি লাটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে গাড়ির চালক আকাশ (২০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আকাশ শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের গাংনালীয়া গ্রামের জাকির মোল­ার ছেলে। দুর্ঘটনায় আহত হন নিহতের আপন ভাই সবুজ মোল­া। তারা দু’জনই কাজের সুবাদে কুসুন্দি গুচ্ছগ্রামে বসবাস করতেন বলে জানা গেছে।
 

্রিন্ট

আরও সংবদ