খুলনা | বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | ৯ পৌষ ১৪৩২

তারেক রহমানের স্বদেশ প্রত্যাপন উপলক্ষে ঢাকায় যাচ্ছে সাতক্ষীরার ১০ হাজার নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৫২ এ.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাতক্ষীরার অন্তত ১০ হাজার নেতাকর্মী। পরিবহন সংকটে ইতোমধ্যে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সাতক্ষীরা-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক ড. মোঃ মনিরুজ্জামান জানান, তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। উপকূলীয় শ্যামনগর থেকে তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, সাতক্ষীরা জেলা থেকে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ঢাকায় তারেক রহমানের বরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এজন্য   সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও আরও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি গাড়ি ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে শতাধিক যানবাহন ঢাকায় যাবে। কিছুটা পরিবহন সংকট থাকলেও আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।  
তিনি আরো জানান পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয় স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে বরণে সাতক্ষীরা জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছি। ছাত্রদলের জন্য আলাদা গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।  
একই ভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। 

্রিন্ট

আরও সংবদ