খুলনা | বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | ৯ পৌষ ১৪৩২

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ে এড. মনা

যীশু খ্রিস্ট মানবকল্যাণ ভালোবাসা ও ত্যাগের আদর্শ রেখে গেছেন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা ব্যাপ্টিষ্ট গীর্জায় শুভেচ্ছা বিনিময় করেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। এসময় গীর্জা পরিদর্শন করেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, নগর বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, মুসা হোসেন খান, শেখ ফারুক হোসেন, নূর হোসেন বাদল, আবুল কালাম আজাদ, সুলতান মাহমুদ, রিচার্ড রানা, সেকেন্দার, রবিরাজ, গাজী আনিস, মুন্নি জামান, শিল্পী আক্তার, নাসরিন বেগম, শিল্পী বেগম, অনন্যা বেগম, সাহিদা আক্তার ও লিজা খাতুন প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন শান্তি, স¤প্রীতি ও মানবতার এক অনন্য শিক্ষা দেয়। যীশু খ্রিস্ট মানবকল্যাণ, ভালোবাসা ও ত্যাগের যে আদর্শ রেখে গেছেন, তা আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক রাষ্ট্রÑএখানে সব ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, বর্তমানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চরম সংকটের মধ্যে রয়েছে। মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে গণতন্ত্র রক্ষা করতে হবে। বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য সারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দোয়া করছেন। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন। শেষে তিনি খ্রিস্টান স¤প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন,বড়দিনের এই পবিত্র দিনে খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত। এসময় গীর্জার ধর্মীয় নেতৃবৃন্দ ও খ্রিস্টান স¤প্রদায়ের সদস্যরা বিএনপি নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান।
 

্রিন্ট

আরও সংবদ