খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

সাতক্ষীরায় গোলটেবিল বৈঠকে বক্তারা

গণতন্ত্রের মূল ভিত্তি হলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৬ পি.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ে সাতক্ষীরায় একটি গোলটেবিল বৈঠক বুধবার শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়। “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রেও রক্ষাকবচ” এই প্রতিপাদ্যে দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এ বৈঠকের আয়োজন করে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন পবিত্র মোহন দাস। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ আশেক ই এলাহীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন খুলনার আঞ্চলিক সমন্বয়ক মোঃ মাসুদুর রহমান রঞ্জু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর ড. দিলারা বেগম, ড. মুফতি আক্তারুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী প্রমুখ। 
বক্তারা বলেন, দেশব্যাপী নাগরিক উদ্যোগের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় এ ধরণের আলোচনা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত না হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। এ লক্ষে নাগরিকদের সচেতন ভ‚মিকা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গোলটেবিল বৈঠকে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ