খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

সাতক্ষীরা শহরে বিদ্যুতের তার চুরির হিড়িক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৭ পি.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরা শহরে ওজিপাডিকো গ্রাহকের তার চুরির হিড়িক পড়েছে। গত দুই মাসের ব্যবধানে সাতক্ষীরা পৌর শহরের প্রায় অর্ধশতাধিক গ্রাহকের বিদ্যুতের মিটারের তার চুরি হয়েছে। প্রতিনিয়ত তার চুরির ঘটনায় সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 
খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরায় ওজিপাডিকোর গ্রাহক সংখ্যা প্রায় ৫৮,৫৯৮ জন। এসব গ্রাহকের মধ্যে পৌর শহরের বসাবাসকারি গ্রাহকদের বিদ্যুৎ লাইনের তার চুরির ঘটনা ঘটছে সব চেয়ে বেশি। প্রায় প্রতিদিন শহরের কোন না কোন এলাকা থেকে বিদ্যুৎ লাইনের তার চুরির খবর আসছে। চোরেরা গভীর রাতে মিটারের কাছ থেকে খুঁটিতে দেওয়া সংযোগের প্রায় কাছাকাছি থেকে তার কেটে নিয়ে যাচ্ছে। লোড শেডিং ভেবে শীতের রাতে কেউ খোঁজ খবর নেয় না। কিন্তু সকালে উঠে জানতে পারেন যে, তার বিদ্যুৎ লাইনের তার চুরি হয়েছে।
ওজিপাডিকো’র গ্রাহক সাতক্ষীরা লস্কর পাড়া এলাকার মাওলানা মিজানুর রহমান জানান, প্রায় পাঁচদিন আগে তার চুরি হয়ে যায়। রাতে মনে হয়েছিল বিদ্যুৎ ছিল না। পরবর্তীতে সকালে ঘুম থেকে উঠে দেখি চোরেরা বিদ্যুৎ লাইনের তার চুরি করে নিয়ে গেছে।
ওজিপাডিকো’র গ্রাহক দক্ষিণ কাটিয়া গ্রামের আলতাফ হোসেন বলেন, গভীর রাতে ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে দেখা গেল সব জায়গায় বিদ্যুৎ আছে শুধু আমার বাসায় বিদ্যুৎ নেই। পরবর্তীতে দেখা গেল চোরেরা তার বাড়ির মিটার থেকে খুঁটি পর্যন্ত বিদ্যুৎ লাইনের তার চুরি করে নিয়ে গেছে। তিনি এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করেছেন। হঠাৎ করে শহরে বিদ্যুতের তার চুরি বেড়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে এক ধরণের ভীতি কাজ করছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় অনেক গ্রাহক জিডি করেছেন। জিডির সূত্র ধরে পুলিশ চোরদের শনাক্ত করার চেষ্টা করছে। যেসব এলাকায় চুরি হচ্ছে সে সব এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে তিনি জানান।
সাতক্ষীরা ওজিপাডিকো’র আবাসিক প্রকৌশলী মোঃ শোয়াইব হোসেন বলেন, সাতক্ষীরা শহরে হঠাৎ করে গ্রাহকের বিদ্যুৎ লাইনের তার চুরি বৃদ্ধি পেয়েছে। শহরের বিভিন্ন স্থান থেকে আমরা এমন অভিযোগ পাচ্ছি। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। এছাড়া  গ্রাহকদের সচেতন করার জন্য আমরা মাইকিং করছি, যাতে করে গ্রাহকরা আগে থেকেই সচেতন হয়।
 

্রিন্ট

আরও সংবদ