খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

চিতলমারীতে ব্যবসায়ীর কাছে টাকা দাবি, থানায় অভিযোগ

চিতলমারী প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


বাগেরহাটের চিতলমারীতে রথীন্দ্রনাথ বিশ্বাস (৪৩) নামের এক ব্যবসায়ী কাছে মুঠোফোনে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। রথীন্দ্রনাথ বিশ্বাস উপজেলা সদর বাজারের জ্যোতি টেলিকমের মালিক ও মৃত বীর মুক্তিযোদ্ধা শান্তি রঞ্জন বিশ্বাসের ছেলে। 
বুধবার দুপুরে ব্যবসায়ী রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, চিতলমারী উপজেলা সদর বাজারে তাঁর বিকাশ, নগদ ও ফেক্সিলোডের জ্যোতি টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিছুদিন ধরে একটি মোবাইল ফোন থেকে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে আসছে। সর্বশেষ তাকে ২২ ডিসেম্বর সকাল ৮ টা ৫৭ মিনিটে ফোন দিয়ে ৫ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ‘বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ 
 

্রিন্ট

আরও সংবদ