খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

বড়দিন উপলক্ষে দাকোপের ইউএনওর গির্জা পরিদর্শন ও নগদ অর্থ প্রদান

দাকোপ প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও চালনা পৌরসভার প্রশাসক মোঃ বোরহান উদ্দিন মিঠু গির্জা পরিদর্শন, মতবিনিময় ও নগদ অর্থ প্রদান করেছেন। বুধবার দুপুরে চালনা পৌরসভার সেন্ট মাইকেল ক্যাথোলিক চার্চ, এ্যাসেমব্লীজ অব গর্ড চার্জ, খলিসা বেবস্টিস চার্চসহ বেশ কয়েকটি গির্জা পরিদর্শন করেন এবং নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দাকোপ উপজেলায় ৪৩ টি গির্জার অনুক‚লে প্রত্যেকটিতে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। সারা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে ‘বড়দিন’ উদ্যাপন করছে।
ইতোমধ্যে চালনা পৌরসভায় আচাভুয়া সেন্টমাইকেল ক্যাথোলিক চার্চ দিনটি পালন উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানেও নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান কালে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের মোঃ বোরহান উদ্দিন মিঠু। এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শহিদুল­াহ, উপজেলা আইসিটি অফিসার সমীর বিশ্বাস, দাকোপে প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, চালনা পৌরসভার অফিস সহকারী মোঃ সোহেল হোসেন, সহ বিভিন্ন গির্জার ফাদারগণ উপস্থিত ছিলেন। 

্রিন্ট

আরও সংবদ