খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

ভোলায় যুবলীগের হাতে ছাত্রদল নেতা খুন

খবর প্রতিবেদন |
১২:০৬ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


ভোলায় পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতাদের হাতে খুন হয়েছেন রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিফাত হোসেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিফাতের স্বজনদের অভিযোগ, বিকেলে রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যোগ দিতে বাড়ি থেকে বের হন সিফাত হোসেন। পথে ক্লোজার বাজার এলাকায় এলে যুবলীগ নেতা সাকিব, হাসিব, সিয়াব, মঞ্জু ও রনি তার পথরোধ করেন।

এরপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সিফাতকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন জানান, তার চাচাতো ভাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হেলালের ছেলেরা সিফাতকে কুপিয়ে হত্যা করেছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহত ও অভিযুক্তরা পরস্পরের আপন চাচাতো ভাই। পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

্রিন্ট

আরও সংবদ

আঞ্চলিক

প্রায় ৩ ঘণ্টা আগে