খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

প্রথম আলো-ডেইলি স্টারের উপর হামলার ঘটনায় শঙ্কিত খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


সারাদেশে ধারাবাহিকভাবে গণমাধ্যমকর্মীদের ওপর হুমকি, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি। স¤প্রতি প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন গণমাধ্যম এবং প্রখ্যাত সাংবাদিক নূরুল কবিরকে ঘিরে যে হুমকি ও চাপ সৃষ্টির ঘটনা ঘটছে, তারই ধারাবাহিকতায় খুলনায় প্রথম আলো অফিসে হামলার ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য চরম অশনিসংকেত।
দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পরও আজও এই দেশে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা থেমে নেই। দায়িত্বশীল সাংবাদিকতা যখন সমাজ ও রাষ্ট্রের অনিয়ম, দুর্নীতি ও অন্যায় তুলে ধরছে, তখনই একটি মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করতে উঠে পড়ে লেগেছে।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি ও কোষাধ্যক্ষ বেল­াল হোসেন সজলসহ সংগঠনের নেতৃবৃন্দরা মনে করেন, গণমাধ্যমকর্মীদের ওপর এই ধরনের হুমকি ও হামলা শুধু ব্যক্তি সাংবাদিক নয়, বরং পুরো রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত। এ ধরনের অপচেষ্টা অব্যাহত থাকলে দেশ গভীর অন্ধকারের দিকে ধাবিত হবে।
আমরা অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে সরকার ও প্রশাসনের প্রতি আহŸান, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং স্বাধীন সাংবাদিকতার পথকে নির্বিঘœ করুন। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সত্যকে চাপা দেওয়া যায় না।

্রিন্ট

আরও সংবদ